সোমবার ● ১২ জুন ২০২৩
প্রথম পাতা » উপকূল » পাইকগাছা শিবসা নদীর চরে আড়াই মন ওজনের শুশুক উদ্ধার
পাইকগাছা শিবসা নদীর চরে আড়াই মন ওজনের শুশুক উদ্ধার
পাইকগাছা শিবসা নদীর তীরে আড়াই মন ওজনের শুশুক উদ্ধার করেছে এলাকাবাসি। সোমবার সকাল ৬ টায় পৌরসভার শিববাটী ব্রিজ সংলগ্ন ভবেন্দ্রনাথ সানার বাড়ির সামনে নদীর চরে শুশুকটি আটকা পড়ে। এলাকাবাসী ধারনা করছে, রাতের জোয়ারের সময় শুশুকটি মাছ শিকার করার সময় চরে উঠে আটকা পড়ে। এলাকাবাসী বিশাল আকৃতির ডলফিন টি উদ্ধার করে নদীতে অবমুক্ত করার সময় তার মৃত্যু হয়। স্থানীয় ভবেন্দ্রনাথ সানা জানান, সকালে উঠে দেখে নদীর চরে একটি বিশাল আকারের মাছ বেঁধে আছে। পরে কাছে গিয়ে দেখা গেল এটি ডলফিন। সে কারণ ডলফিনটি উদ্ধার করে নদীতে অবমুক্ত করার সময় দেখাযায ডলফিনটি মারা গেছে। মৃত্যু ডলফিনটি দেখতে হাজার হাজার মানুষ শিবসা নদীর চরে ভিড় জমাছে।শুশুক স্বাদুপানির
বিপন্ন স্তন্যপায়ী প্রাণী। শুশুকের পিঠের দিকে ধুসর ও পেটের দিকে সাদাটে। ডলফিন আর শুশুক ঠিক একনয়। আকৃতি ও প্রকৃতির দিক দেয় সামান্য পার্থক্য হলেও শুশুক ইরাবতি ডলফিনের সম্প্রদায়ের অর্ন্তভুক্ত। শুশুক স্তান্যপায়ী প্রাণী হওয়ায় তাকে শ্বাস নিতে পানির উপরে আসতে হয়। বিপন্ন প্রজাতির এই প্রাণীটি সুন্দরবন এলাকায় আবাসস্থল হলেও মাঝে মধ্যে খাবারের সন্ধানে কপোতাক্ষ বা শিবসা নদীতে আসে।