বুধবার ● ১৪ জুন ২০২৩
প্রথম পাতা » শিক্ষা » বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মনিকা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মনিকা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফরহাদ খান, নড়াইল ; বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মনিকা একাডেমির নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বিকেলে সদর হাসপাতাল সংলগ্ন দেবদারতলা এলাকায় একাডেমি কার্যালয়ে শিশুদের আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, কেককাঁটা ও দেওয়াল পত্রিকা প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মনিকা একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক সবুজ সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার হামিদুর রহমান।
মূখ্য আলোচক ছিলেন-ডা: আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের সহযোগী অধ্যাপক বেলাল সানি।
বিশেষ অতিথি ছিলেন-মনিকা একাডেমির উপদেষ্টা ও ডিজিটাল কম্পিউটার একাডেমির পরিচালক আবু সালেহ মোহাম্মদ সজল, জেলা শিল্পকলা একাডেমির অফিস সহকারী শিমুল হাসান, ল্যাবস্টার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সুমন বিশ্বাস, মনিকা একাডেমির সহকারী পরিচালক নীলা আক্তার,অভিভাবক বিদিশা রায়, সজিব শিকদার, রেজওয়ান হাসান, পাপিয়া সুলতানা, মাহিমা সুলতানা, সাদিয়া ইসলাম, জিল্লুর রহমান, তামান্না ইয়াসমিনসহ অনেকে।
মনিকা একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক সবুজ সুলতান বলেন, ২০১৪ সালের ১৩ জুন একাডেমির যাত্রা শুরু হয়। একাডেমির পাঁচটি বিভাগে ৮০জন শিশু শিক্ষার্থী রয়েছে। এখানে শিশু-কিশোরদের শিল্পচর্চা শিক্ষা দেয়া হয়।