শুক্রবার ● ২২ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » সাহিত্য » নববর্ষের প্রার্থনা
নববর্ষের প্রার্থনা
মোঃ আবুল আমিন
উপজেলা নির্বাহী অফিসার,পাইকগাছা।
নববর্ষের নতুন পূজায় উথাল পাথাল মন,
নতুন বছর নতুন করে এনে দিল শুভক্ষণ।
নতুন প্রাণে নতুন সুরে প্রার্থনা তব তরে,
বিধাতার ধন আলো হয়ে রবে শূন্য মাটির ঘরে।
বিধির বিধান পাল্টাবে জানি নতুন স্বপ্ন হয়ে,
নবজাগরণে হৃদয়ের টানে কালো মেঘ যাবে ক্ষয়ে।
এই বাংলায় বর্ষবরণে বাঙালির প্রেমগাঁথা,
বৈশাখ যেন কোটি বাঙালির নাড়ির বাঁধনে বাঁধা।
দুচোখ ভরা স্বাধীন স্বপ্ন এঁকে যাই মনে মনে,
নববর্ষের সুখ স্মৃতিখানি নাড়া দেবে ক্ষণে ক্ষণে।
নবজীবনের পরশ দিল বাংলার মাঠে ঘাটে,
রং লহরী ছড়িয়ে পড়ল গ্রাম শহরের বাটে।
নতুন আগামীর আগমনী গান; বোশেখি হাওয়ায় দোলে,
শ্রান্ত মেঘের গর্জন শুনি ঈশান বায়ুর কোলে।
মেঘের ফাঁকে রোদ হেসে যায় নতুন ছন্দ নিয়ে,
উড়ে যায় পাখি দোয়েল, চঁড়–ই নতুন গান শুনিয়ে।
জলহীন নদী ঘাটে নেই বাঁধা নৌকারা সারি সারি,
কাঠফাঁটা রোদ শ্রান্ত হৃদয় প্রকৃতির আহাজারি।
তান্ডবনাচে কালবৈশাখী সব করে ভাংচুর,
তবু হেসে যায় বাঙালী হৃদয় হারালেও সব সুর।
বিষন্ন মন আর্ত হৃদয় তবু চলে পথচলা,
নববর্ষ ঝরে পড়ো হয়ে উর্বষী মেঘমালা।
স্রষ্টার আশিস বর্ষিত হোক বাঙালির শিরে শিরে,
নববার্তায় নতুন বছর আসুক আবার ফিরে।
নতুন ধানে নব অন্নে ভরে যাক অন্তর,
নতুন হাসিতে উঠুক জেগে বাংলার প্রান্তর।