শুক্রবার ● ২২ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » শিরোনাম » পাইকগাছায় বনবিবি’র উদ্যোগে ধরিত্রী দিবস পালিত
পাইকগাছায় বনবিবি’র উদ্যোগে ধরিত্রী দিবস পালিত
এস ডব্লিউ নিউজ ॥
বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে সুন্দরবন ও পরিবেশ ভিত্তিক সংগঠন বনবিবির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় প্রেসক্লাব পাইকগাছার কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। আলোচনা সভায় অংশগ্রহণ করেন সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সভাপতি নলিনী কান্ত সানা, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র রায়, কোষাধ্যক্ষ আশিষ রায় চৌধুরী মিন্টু, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক মোঃ আলাউদ্দীন গাজী, সদস্য শ্যাম সুন্দর ভদ্র, মৃত্যুঞ্জয় সরদার, মিজানুর রহমান মিজান, ডাঃ জয়দেব রায়, আহাদ আলী সানা প্রমুখ। আলোচনা সভায় বক্তরা বলেন বনধংশ ও আগ্রাসী বৃক্ষ রোপনের কারণে দেশের গাছের বৈচিত্র নষ্ট হচ্ছে। গাছের বৈচিত্র হারালে পরিবেশের ভারসম্য নষ্ট হবে। এ জন্য পরিবেশের ভারসম্য রক্ষায় দেশী গাছ রোপনের আহবান জানানো হয়েছে।