

সোমবার ● ৩ জুলাই ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনির চাপড়ায় আগুনে পুড়ে বসত ঘরসহ ৫০ হাজার টাকার মালামাল ভস্মীভূত
আশাশুনির চাপড়ায় আগুনে পুড়ে বসত ঘরসহ ৫০ হাজার টাকার মালামাল ভস্মীভূত
আশাশুনি : আশাশুনির মধ্যম চাপড়ায় আগুনে পুড়ে বসত ঘর ভস্মীভূত হওয়ার খবর পাওয়াগেছে। এতে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সরেজমিনে ঘুরে জানাগেছে, রোববার বিকালে উপজেলার বুধহাটা ইউনিয়নের মধ্যম চাপড়ায় মৃত. কফিল উদ্দিন গাজীর পুত্র অসহায় হাসেম আলি গাজী (৬০) ও তার স্ত্রী রহিমা বেগম জানান, নদী ভাঙ্গন এলাকায় খাস জমিতে দীর্ঘদিন বসবাস করে আসছি। ওইদিন দুপুরে রান্না শেষে খাওয়া দাওয়া শেষে স্বামী-স্ত্রী দু’জনেই কাজের জন্য বাহিরে চলে যায়। বিকাল পাঁচটার দিকে পার্শ্ববর্তী এক গ্রামবাসী তার বসতঘরে আগুন লাগার বিষয়টি অবহিত করে। সাথে সাথে বাড়ি ফিরে দেখে বসত ঘর এবং রান্নাঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বাড়ির আসবাবপত্রসহ মূল্যবান প্রায় অর্ধলক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। কি কারনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তার সঠিক কারন জানা না গেলেও যতদূর জানাগেছে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ওই পরিবারের ধারনা।