বুধবার ● ৫ জুলাই ২০২৩
প্রথম পাতা » সাহিত্য » আস্তাকুঁড়
আস্তাকুঁড়
প্রয়োজন ফুরালে তারে আস্তাকুঁড়ে
ছুড়ে ফেলে দেও,
ছাই ফেলতে ভাঙ্গা কূলাটাও
কোলে তুলে নেও।
সোনার বাটি আর ভাঙ্গাকূলার
গুনে রুপে আছে ভিন্ন,
সবাইকে তুলে এক পাল্লায়
সম্পর্ক করো ছিন্ন।
করো সমাদর সামনে আসলে
পিছে মারো ছুরি।
সিড়ি ডিঙ্গিয়ে উঠতে উপরে
নেই তোমার জুরি।
হাতে পেতে সোনার মুকুট
করছ কতই পালিশ
সিড়ি ডিঙ্গাতে পায়ে মোড়া
মাখছো সব মালিশ।