শনিবার ● ৮ জুলাই ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় আ’লীগ নেতার ছেলের সাথে কথা কাটাকাটির জের,প্রতিপক্ষের বাড়ী-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর,লুটপাট ও নারী-বৃদ্ধসহ আহত-৮
পাইকগাছায় আ’লীগ নেতার ছেলের সাথে কথা কাটাকাটির জের,প্রতিপক্ষের বাড়ী-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর,লুটপাট ও নারী-বৃদ্ধসহ আহত-৮
খুলনার পাইকগাছায় স্থানীয় আ’লীগ নেতার ছেলের সাথে কথা কাটির জেরে প্রতিপক্ষকের বাড়ী-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,ভাংচুর,লুপটের ঘটনা ঘটেছে। আহত হয়েছে নারী-বৃদ্ধসহ উভয় পক্ষের ৮ জন। জখম ৪ জনকে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলার বাঁকায় আজিবরের বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে স্থানীয় আ’লীগ নেতা আরশাদ আলী বিশ্বাস ও ইউপি সদস্য হাসেম আলী ও আমানের নেতৃত্বে হামলা,ভাংচুর ও লুপটের ঘটনা ঘটে। শুক্রবার সন্ধ্যায় সংঘটিত ঘটনায় উভয় পক্ষের ৮ জন আহত হয়। আহতরা হলেন আজিরন বেগম (৭৫),জেসমিন আক্তার(৩৫),তাজমিরা বেগম (৪০)আকামত গাজী (৮০), আজিবর রহমান (৫৫), উজ্জ্বল (২৮) অপরদিকে আরশাদ আলী বিশ্বাস পক্ষের আহতরা হলেন সাইফুল ইসলাম (৩৫)ও রাশেদ সরদার (৩৭)। উভয় পক্ষের ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত ৩ জুলাই শ্রীকন্ঠপুর মাঠে পবিত্র ঈদ উপলক্ষে কনসার্ট অনুষ্ঠানে স্থানীয় আওয়ামিলীগ নেতা আরশাদ আলী বিশ্বাসের ছেলে সাইফুল্লার সাথে আরাজী ভাবানীপুরের আজিবরের ছেলে রাকিবের কথা হয়। এ নিয়ে এক পর্যায়ে উভয়ের বিরোধ দেখা দেয়। যার জেরে প্রথমে আজিবারের বাড়ীতে পরে মায়ের দোয়া তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে বলে উপস্থিত লোকজনের মাধ্যমে জানা যায়। এ বিষয়ে আরশাদ আলী বিশ্বাস বলেন, ৩ জুলাই কনসার্ট অনুষ্ঠানস্থলে ঘটিত বিষয় নিয়ে শুক্রবার সন্ধ্যার দিকে ইউপি চেয়ারম্যানের বাসভবনে যাচ্ছিলাম। পথিমধ্যে এ অনাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পাইকগাছা থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনা জানা মাত্রই স্থানীয় ক্যাম্প পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়ে তাৎক্ষনিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। থানায় এখন কোন অভিযোগ বা মামলা হয়নি।