সোমবার ● ১০ জুলাই ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছা কলেজের ইংরেজি প্রভাষক মাসুদুর রহমান মন্টু’র বিরুদ্ধে ৪র্থ স্ত্রীর যৌতুক মামলা
পাইকগাছা কলেজের ইংরেজি প্রভাষক মাসুদুর রহমান মন্টু’র বিরুদ্ধে ৪র্থ স্ত্রীর যৌতুক মামলা
পাইকগাছা সরকারি কলেজের ইংরেজি প্রভাষক মাসুদুর রহমান মন্টু’র বিরুদ্ধে তার চতুর্থ স্ত্রী আকলিমা আক্তার আঁখি খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দাকোপ আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেছেন। বিজ্ঞ আদালত আসামি মাসুদুর রহমান মন্টু’র বিরুদ্ধে সমন জারি করেছেন।মামলায় আরজিতে বাদি আকলিমা আক্তার আঁখি উল্লেখ করেছেন যে,গত ২৮ এপ্রিল২০২৩ তারিখ আসামি বাদিকে ১০লক্ষ টাকা দেন মোহরে রেজিস্ট্রি বিবাহ করেন। তার আগে গত ১৪অক্টোবর’২২ স্হানীয় মৌলভি দ্বারা কলেমা পাঠের মাধ্যমে বিবাহ করেন। রেজিস্ট্রি বিবাহ কালে আসামি তার পূর্বের ৩টি স্ত্রী যথাক্রমে রেবা আক্তার কুসুম,নাজমা আক্তার,সুলতানা রহমান পান্না সহ বিবাহিত পুত্র কন্যা রয়েছে তা গোপন রাখেন। আকলিমা আক্তার আঁখি কে বিয়ে করার পর তাকে নিয়ে বিভিন্ন স্হানে হানিমুন করেন ও নির্লজ্জ যুগোগ ছবি তোলেন। এ সময়ের মধ্যে বহু বিবাহের নায়ক মাসুদুর রহমান মন্টু মামলার বাদি আখির কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, মূল্যবান আসবাবপত্র ও বিভিন্ন মূল্যবান উপঢৌকন নেন। কিছুদিন পর আসামি তার নিজ বাড়ির ৩তলা ভবন নির্মাণের জন্য ৫লক্ষ টাকা যৌতুক নেন। অতঃপর ভবনের কাজ সমাপ্তের জন্য আরো ৫লক্ষ টাকা যৌতুক নেন।এ টাকা দিতে অস্বীকার করায় আসামি তাকে শারিরিক ও মানুষিক ভাবে নির্যাতন করে। বাদি আপোষের চেষ্টা করে ব্যর্থ হয়ে গত ২১/৬/২৩ ইং তারিখে আসামির বিরুদ্ধে যৌতুক মামলা করেন,যার নং ১২৮/২৩। বিজ্ঞ আদালত আসামি মাসুদুর রহমান মন্ট’র বিরুদ্ধে সমন জারি করেছেন,যার আগামী তারিখ ১৬আগস্ট’২৩। এ ঘটনায় উপজেলা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মামলার বাদির সাথে আলাপ করলে তিনি আসামি মাসুদুর রহমান মন্টু’র চাকুরী থেকে অপসারণ সহ দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করেন।অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মাসুদুর রহমান মন্টু বলেন অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন।