শুক্রবার ● ১৪ জুলাই ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনির বড়দলে বিট পুলিশিং কমিটির সমাবেশ অনুষ্টিত
আশাশুনির বড়দলে বিট পুলিশিং কমিটির সমাবেশ অনুষ্টিত
আহসান হাবিব, আশাশুনি : আশাশুনির বড়দলে বিট পুলিশিং কমিটির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বড়দল ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ মু. মমিনুল ইসলাম পিপিএম।
প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মু. আমিনুর রহমান। তিনি বলেন, পুলিশ জনগণ এক হয়ে চললে কোন দূর্নীতি, অপশক্তি মাথা চাড়া দিদর পারবে না। বাল্যবিবাহ, মাদক আর ইভটিজিং একটি সামাজিক ব্যাধিতে পরিনত হয়েছে। এসব দূর করতে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। ছেলে সুশিক্ষায় শিক্ষিত করে সম্পদে পরিণত করতে হবে। সেজন্য প্রত্যেক অভিভাবককে সচেতন হতে হবে। কোন কোন ছেলে মেয়ের হাতে স্মার্ট ফোন দেয়া যাবে না। মাদক ব্যবসায়ীরা মাদক সেবী তৈরি করে, সেজন্য মাদক ব্যবসায়ীদের প্রতিহত করতে হবে। বাংলাদেশ পুলিশ প্রত্যেকটি নাগরিকের সুরক্ষায় নিয়োজিত। আমাদের তথ্য ও সহযোগিতা দিয়ে সেবা গ্রহণ করুন। প্রধান অতিথি আরও বলেন, পদ্মা সেতু, কর্ণফুলী ট্যানেল, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র সহ বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের ফিরিস্তি তুলে ধরেন। তিনি বলেন অনলাইন জুয়, শিশু ও নারী নির্যাতন দিন দিন বেড়ে চলেছে। এজন্য এ উন্নয়ন করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।বড়দল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু রায়হান সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (আশাশুনি-দেবহাটা সার্কেল) এস, এম জামিল আহমেদ, ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, সাবেক ডেপুটি কমান্ডার লিয়াকত আলী, গোয়ালডাঙ্গা ফকির বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত মন্ডল, মহিলা মেম্বার হাফিসা খাতুন তমা প্রমুখ।