মঙ্গলবার ● ১ আগস্ট ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনির ইউএনও আনুলিয়ায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন
আশাশুনির ইউএনও আনুলিয়ায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন
আশাশুনি : আশাশুনির আনুলিয়ায় সদ্য সমাপ্ত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন ইউএনও মু. রনি আলম নুর। মঙ্গলবার বিকাল ৩ টায় তিনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন পরিষদর উপস্থিত হন। এরপর আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুসের নেতৃত্বে ইউপি সদস্য এটিএন সহ বিভিন্ন ইউপি সদস্যগনের তদারকিতে সদ্য বাস্তবায়নকৃত উন্নয়ন প্রকল্প পর্যায়ক্রমে পরিদর্শন করেন। প্রকল্প সমূহ হলো, চেচুয়া জিপব এড. শুম্ভুনাথ সিংহের বাড়ি হতে খোলাডাঙ্গা গামী ৬০০ ফুট রাস্তা সোলিং করন, বিছট সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে জামাল গাজীর বাড়ি গামী ৬০০ ফুট রাস্তা সোলিং করন, ভূমিহীনদের জন্য আশ্রয়ন প্রকল্পের ৫৫ টি ঘরের জায়গা পরিদর্শন, কাকবাশিয়া বাজার টু খেয়াঘাটগামী ১০৬০ ফুট রাস্তা সোলিং করন। এছাড়া, ঐতিহ্যবাহি কাকবাশিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের সামনের চত্বর বৃষ্টির পানিতে ডুবে যেয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তি থেকে রক্ষার্থে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ব্যপারে ইউপি চেয়ারম্যান ও ইউএনও’র মধ্যে আলোচনা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস,এম আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, ইউপি সদস্য এটিএনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।