রবিবার ● ১৩ আগস্ট ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় হত্যা ও ব্যবসা বন্ধের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
পাইকগাছায় হত্যা ও ব্যবসা বন্ধের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
পাইকগাছার কপিলমুনি প্রেসক্লাবে এক লোহা ব্যবসায়ীকে হত্যা ও ব্যবসা বন্ধের হুমকি দেয়ায় প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। রোববার দুপুর ১২ টায় সংবাদ সম্মেলনে কপিলমুনি বাজারের লোহা ব্যবসায়ী গৌর কর্মকার লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘ ৩৫ বছর যাবৎ লোহা ব্যবসার সাথে জড়িত। তার দোকানে বেশি বেচাকেনা হওয়ায় ঐ দোকানের জায়গা দখল নিতে তার পাশের দোকানদার পংকোজ কর্মকার তৎপর হয়ে উঠেছে। ১০ আগস্ট বিকালে তাকে জায়গা ছাড়তে চাপ সৃষ্টি করে। জায়গা না ছাড়ায় পংকোজ ও তার ছেলে রাম প্রসাদ গৌরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তাকে দা নিয়ে খুন করতে উদ্যাত হয়। এ সময় তার চীৎকারের পাশের দোকানদারেরা এসে পরিবেশ শান্ত করে। এ ঘটনার ১১ আগস্ট পংকজ, রামপ্রসাদ ও আকাশের নামে পাইকগাছা থানায় একটি জিডি হয়েছে। এ দিকে থানায় জিডির খবর জানতে পেরে দ্রুত জিডি তুলে নিতে চাপ সৃষ্ট করে। নাহলে তাকে জান মালের ক্ষয়ক্ষতির হুমকি দেয়।