মঙ্গলবার ● ১৫ আগস্ট ২০২৩
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় জাতীয় শোক দিবস পালিত
পাইকগাছায় জাতীয় শোক দিবস পালিত
পাইকগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের আয়োজনে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা,পুরস্কার বিতরণী ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদের বঙ্গবন্ধু স্বাধীনতা ও একুশে মঞ্চে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময়ে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম ও এ্যসিল্যান্ড আফরোজ শাহীন খসরু, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, বীরমুক্তিযোদ্ধাদের পক্ষে বীরমুক্তিযোদ্ধা জামির হোসেন, রনজিৎ সরকার, আঃ রাজ্জাক মলঙ্গী, থানা প্রশাসনের সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) মোঃ সাইফুল ইসলাম, ওসি রফিকুল রফিকুল ইসলাম, ওসি (তদন্ত) তুষার কান্তি দাশ। আওয়ামীলীগের পক্ষে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেমকুমার মন্ডল, উপজেলা সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু, স্বাস্থ্য বিভাগের ডাঃ সুজন কুমার সরকার ও সঞ্জয় কুমার মন্ডল,পাইকগাছার লোনা পানি গবেষণা কেন্দ্রে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা . মোঃ লতিফুল ইসলামের নেতৃত্বে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ হাশমী সাকিব, বৈজ্ঞানিক কর্মকর্তা শাওন আহম্মেদ প্রমুখ। এছাড়া পাইকগাছা সরকারি কলেজ, মহিলা কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, মডেল ও শহীদ গফুর প্রাঃ বিদ্যালয়, আইনজীবী সমিতি, বনানী সংঘ, এনজিও সহ বিভিন্ন প্রতিষ্ঠান শ্রদ্ধা ভরে বঙ্গবন্ধু’র শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করেছে। সকাল সাড়ে নয়টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও চেক বিতরণী তে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। অপরদিকে, সকল ১১টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মসূচি তে প্রধান অতিথি ছিলেন, জেলা সহ-সভাপতি ও সাবেক এমপি এ্যাড সোহরাব আলী সানা। প্রধান বক্তা ছিলেন, সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান। সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু। জেলা সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেমকুমার মন্ডল, সদস্য শেখ মনিরুল ইসলাম, শেখ আনিছুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমিরণ সাধু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, রশিদুজ্জান মোড়ল প্রমুখ। পৌরসভার কার্যালয়ে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর এর নেতৃত্বে শোক র্যালি, শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, পৌর নির্বাহী কর্মকর্তা লালু , কাউন্সিলর তৈয়েবুর রহমান ও কবিতা রানী দাশ, আসমা আহম্মেদ, গফফার মোড়ল, পৌরসভা প্রকৌশলী নূর মোহাম্মদ, মৃনাল সানা, উত্তম ঘোষ সহ পৌর কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। তাছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ানে শোক দিবসের কর্মসূচি পালিত হয়েছে।