রবিবার ● ২০ আগস্ট ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ঈদ আযহায় ভিজিএফ’র চাল বণ্টনে অনিয়মের অভিযোগের ঘটনায় তদন্ত কমিটি গঠন
পাইকগাছায় ঈদ আযহায় ভিজিএফ’র চাল বণ্টনে অনিয়মের অভিযোগের ঘটনায় তদন্ত কমিটি গঠন
পাইকগাছায় গদাইপুর ইউপিতে ঈদুল আযহায় ভিজিএফ’র চা্উল বণ্টনে অনিয়মের অভিযোগের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠণ করা হয়েছে। খুলনা জেলা প্রশাসক স্থানীয় শাখার স্মারক নং ৪৬.৪৪.৪৭০০.০২৪.২৭.০০১,২৩.৪৮৮(যুক্ত) প্রেরিত স্মারকের পরিপ্রেক্ষিতে১৩ আগস্ট তিন সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা হলেন, পাইকগাছা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস,পাইকগাছা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: হাসিবুর রহমান ও পাইকগাছা খাদ্য গুদাম খাদ্য পরিদর্শক গোবিন্দ কুমার সরকার। লিখিত অভিযোগে জানা গেছে,পাইকগাছায় গদাইপুর ইউপিতে ঈদুল আযহায় গরীবদের স্লিপ দিয়ে ভিজিএফ’র চাল বঞ্চিত করার ঘটনায় ভুক্তভুগীরা মানববন্ধনের পর ইউএনও কাছে অভিযোগ দিয়ে প্রতিকার না পেযে ২৩ জুলা্ই লিখিত অভিযোগ করে খুলনা ডিসি’র কাছে। ৪ জুলাই মঙ্গলবার বেলা ১১ টার দিকে গদাইপুর ইউপি’র সরকারী চাল থেকে বঞ্চিতরা প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেন। ঈদ-উল আযহা উপলক্ষে গদাইপুর ইউনিয়নে গরীব মানুষের জন্য ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণের জন্য ১৮৩১ টি কার্ড বরাদ্দ হয়। গত ২৭ জুন ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান খোরশেদুজ্জামান ও পরিষদের সচিব মুহাঃ বেলাল হুসাইনের নেতৃত্বে চাল বিতরন করা হয়। চাল বিতরনের পুর্বে ইউপি চেয়ারম্যান জিয়াদুল ইসলাম জিয়া ও পরিষদ সচিব বেলাল হুসাইন স্বাক্ষরিত স্লিপ দেয়া হয়। কিন্তু ভুক্তভোগীদের অভিযোগ তাদের স্লিপ দেয়া হলেও প্রায় ২শ স্লিপধারী গরীব মানুষ চাল বঞ্চিত হয়ে বাড়ী ফিরে আসে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও ওজনে কম দিয়ে ৭/৮ কেজি চাল দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে ভুক্তভোগীরা মানববন্ধন করলে সর্বত্র বিরুপ প্রভাব পড়ে। এবিষয়ে তদন্ত কমিটির সদস্য পাইকগাছা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস ্এর কাছে জানতে চাহিলে তিনি বলেন, গত কাল আমি চিঠি হাতে পেয়েছি। এখনো কার্যক্রম শুরু হয়নি,কার্যক্রম শুরু হলে জানতে পারবেন।