মঙ্গলবার ● ২২ আগস্ট ২০২৩
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছা মা ও শিশু সেবা সদন নামে বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
পাইকগাছা মা ও শিশু সেবা সদন নামে বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
পাইকগাছায় স্বাস্থ্য সেবায় যুক্ত হলো পাইকগাছা মা ও শিশু সেবা সদন নামে আরোও একটি বে-সরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের। ২২ আগস্ট মঙ্গলবার দুপুরে পৌরসভার সরল জিরোপয়েন্টে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডাঃ সুজন কুমার সরকারের নিজস্ব প্রতিষ্ঠানের ১ম ও ২য় তলায় ১০ শয্যার এ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন, ওসি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু ও প্যানেল মেয়র মাহাবুবুর রহমান রঞ্জু। এ সময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে’র মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, ডাঃ শাকিলা আফরোজ,ডাঃ মাহবুবা রহমান (হোমিও) ডাঃ রোকসানা আফরোজ, তাহেরা ইয়াসমিন, অবঃ বিআরডিপি কর্মকর্তা কুমারেশ চন্দ্র মৃধা, মা ও শিশু সেবা সদন ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক অনুরাধা সরকার, ব্যবসায়ী জীবন কৃষ্ণ রায়, সাবেক উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শামসুর রহমান, এমএম আজিজুল হাকিম, মোঃ ইলিয়াস হোসেন, দীনেশ মন্ডলসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা।