

বৃহস্পতিবার ● ২৪ আগস্ট ২০২৩
প্রথম পাতা » সাহিত্য » বৃস্টির সুরে
বৃস্টির সুরে
প্রকাশ ঘোষ বিধান
টিপ টিপ বৃস্টি পড়ে
সকাল পেরিয়ে দুপুর
মন ছুটেছে বৃস্টি
তোমার পায়ে দেখে নুপুর।
রিম ঝিম বৃস্টির সুরে
মন হলো উদাসিন
মেঘের ভেলায় ভেসে
স্বপ্নে কাটালে সারাদিন।