

বৃহস্পতিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » সাহিত্য » বৃষ্টি
বৃষ্টি
প্রকাশ ঘোষ বিধান
হুড়মুড়িয়ে এলো বৃষ্টি
রাস্তায় হেটে ভিজছি বেশ
বারান্দার কোনে কাক ভেজা
বৃষ্টি তবুও হয়না শেষ।
নীল আকাশ ধুষর কালো
হাওয়ায় ভেসে পড়ে শীল
স্বপ্ন দেখি বৃষ্টির ধারায়
জল থৈ থৈ খাল বিল।
মন ভেজে তোমার চোখে
জল ছলছল দৃষ্টিতে
তোমার ভেজা নিটল পা
দেখে হৃদয় মেঘের কৃষ্টিতে।