বৃহস্পতিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় চেতনা নাশকে অজ্ঞান ও ছুরিকাঘাত করে লুট করেছে দুর্বৃত্তরা
পাইকগাছায় চেতনা নাশকে অজ্ঞান ও ছুরিকাঘাত করে লুট করেছে দুর্বৃত্তরা
পাইকগাছায় চেতনা নাশক স্প্রে করে একই পরিবারের ৪ সদস্যকে অজ্ঞান করে ও একজনকে ছুরিকাঘাত করে সর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে রাড়ুলী গ্রামে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী অজ্ঞান ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। জানা গেছে, বুধবার দিবাগত রাতে উপজেলার রাড়ুলী ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট এবং চেয়ারম্যান মৃত এস ওয়াজেদ আলীর পুত্র যাদু শিল্পি এস রহমানের বাড়িতে অজ্ঞান পাটি সদস্যরা পরিবারে ৫ সদস্যকে চেতনা নাশক স্প্রে করে নগদ টাকা সহ সোনার গহনা নিয়ে পালিয়ে যায়। এস রহমান বাড়িতে থাকেন না। অজ্ঞান হওয়া ব্যাক্তিরা এস রহমানের ছোট ভাই মেহেদী হাসান (টুকু) (৪২) তার দুই স্ত্রী শারমীন আক্তার (৩০) রানী বেগম (২৫) রানী বেগমের দুই ছেলে ফয়াজ হাসান (১২) আরিজ হাসান (৭) হাসপাতালে চিকৎসাধীন রয়েছে।
মেহেদী হাসান টুকুর স্ত্রী শারমীন আক্তার জানান, আমার স্বামী ছোট স্ত্রীকে নিয়ে অন্য ঘরে থাকে। দুর্বৃত্তরা আমার স্বামী সহ বাচ্চাদের অজ্ঞান করে রাখে। আমি ভোররাতে নামাজ পড়তে উঠি। এ সময় দরজা ভেঙ্গে আমার ঘরে ঢুকে গলায় চাকু দিয়ে টান দিলে কেটে রক্ত ঝরতে থাকে। তারা বলে এর পর আওয়াজ করলে গলাকেটে দিব। ভয়ে আমি কথা বলেনি। তারা আলমারী ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণলংকার নিয়ে পালিয়ে যায়। হাসপাতালে শারমীনের গলায় সেলাই দেয়া হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ বিষটি নিয়ে কাজ করছে। আশাকরি তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হবো।