বৃহস্পতিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » সাহিত্য » তোমার কেন জ্বলে
তোমার কেন জ্বলে
প্র্র্রকাশ ঘোষ বিধান
অন্যের সাফাল্য দেথলে ঈর্ষায়
তোমার কেন এত জ্বলে,
চালাকি তোমার ছলে বলে কৌশালে
দুধ খাও তুমি নলে।
সর্বাঙ্গে যার দাদে ভরা
সে বেচে দাদের মলম,
মিথ্যার ছাল অন্য গাছে জুড়ে
গ্রাফটিং করো কলম।
ঈর্ষায় জ্বলে যতই করো গলাবাজী
স্ফুলিঙ্গ হবে দশদিকে বহ্নিশিখা,
যতই করো দমানোর চেস্টা
দমবেনা কখন অগ্নীশিখা।