রবিবার ● ৮ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় বন্ধুর জমি রেজিষ্টির ২৩ লাখ টাকা নিয়ে লাপাত্তা মুক্তার আটকে অন্যদের গ্রেফতার করে টাকা উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে আরাফাত
পাইকগাছায় বন্ধুর জমি রেজিষ্টির ২৩ লাখ টাকা নিয়ে লাপাত্তা মুক্তার আটকে অন্যদের গ্রেফতার করে টাকা উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে আরাফাত
বন্ধুর জমি রেজিষ্টির ২২ লাখ ৬৮ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়া পাইকগাছায় বহুল আলোচিত ঘটনা। এ ঘটনায় পাইকগাছা থানায় জিডি হয়। যার নম্বর-৭৮৫। দীর্ঘ সাত মাস পরে টাকা নিয়ে পালিয়ে যাওয়া বন্ধু মোঃ মোক্তার হোসেনকে থানা পুলিশ আটক করায় টাকা আত্মসাতের ঘটনায় অন্য বন্ধুদের গ্রেফতার করে টাকা উদ্ধারের দাবি করে রবিবার দুপুরে প্রেসক্লাব পাইকগাছায় সংবাদ সম্মেলন করেছে ব্যবসায়ী মোঃ আরাফাত হোসেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরাফাত হোসেন বলেন, গত ১৬ই মার্চ জমি রেজিষ্ট্রি করার জন্য ২৩ লক্ষ টাকা নিয়ে লক্ষ্মীখোলা থেকে তার তিন বন্ধু মানিক, মুক্তার ও শহিদুল্লাহকে সাথে নিয়ে পুরাতন দলিল লেখক সমিতির কার্যালয়ে পৌছায়। এ সময় তার চাচাতো শ্যালক ইমরান হোসেন তাদের সঙ্গে যোগ দেয়। ব্যাগে থাকা ২৩ লক্ষ টাকা থেকে খরচের জন্য ৩২ হাজার টাকা বের করে নিয়ে বাকী ২২ লাখ ৬৮ হাজার টাকা তার বন্ধু মুক্তারের কাছে রেখে সাব-রেজিষ্ট্রি অফিসের দ্বিতীয় তলা থেকে কিছুক্ষণ পরে ফিরে এসে দেখে মুক্তার টাকা নিয়ে লাপাত্তা। তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনার ৭ মাস পরে শনিবার রাতে খুলনার খালিশপুর পুরাতন রেল স্টেশনের পাশের ভাড়া বাড়ী থেকে মুক্তার হোসেনকে থানা পুলিশ আটক করে। মুক্তার আটকের ঘটনা শুনে তার অপর তিন বন্ধু মানিক, শহিদুল্লাহ ও ইমরান গা ঘাকা দিয়েছে। টাকা আত্মসাৎ এর ঘটনায় তার এই তিন বন্ধু জড়িত রয়েছে দাবী করে তার টাকা উদ্ধারের জন্য থানা পুলিশের সহযোগিতা কামনা করেছেন। এ বিষয়ে পাইকগাছা থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, অভিযোগপত্রে যাদের নাম আছে তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।