বুধবার ● ২২ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাখির মৃত্যু
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাখির মৃত্যু
পাইকগাছায় বিদ্যুত ট্রান্সফরমার বক্সের তারে স্পৃষ্ট হয়ে মৃত্যু হচ্ছে পাখিদের। পাইকগাছা পৌর বাজারের থানা রোডে নিউ ভাই ভাই এ্যালুমিনিয়াম দোকানের সামনে বিদ্যুতের খুটিতে তিনটি ট্রান্সফরমার আছে।এখান থেকে বিভিন্ন দোকানে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।এ্ খুটির মাথায় ট্রান্সফরমার ও তারে প্রতিদিন নানা প্রকারের পাখি বসে।তবে উত্তর পাশের একটি তারে পাখি বসলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাখির মৃত্যু হয়ে নিচে পড়ছে। প্রতিদিন কোন না কোন পাখির মৃত্যু হচ্ছে। এদের মধ্যে রয়েছে, শালিক, দোয়েল,চড়ু্ই, বুলবুলি ইত্যাদি। যে কোনও সময় ঘটে যেতে পারে আরও বড় বিপদ। পাখির মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছে বনবিবি নামে একটি পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা।তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে পাখির মৃত্যুর ঘটনা তুলে ধরা হয়েছে।
এই বিপজ্জনক ট্রান্সফরমার ও বিদ্যুতের তার ঠিক করার জন্য পাইকগাছা পল্লী বিদ্যুতের ডিজিএম মো: ছিদ্দিকুর রহমান তালুকদার কে বিষয়টি অবহিত করেন বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। ডিজিএম মো: ছিদ্দিকুর রহমান তালুকদার বিষয়টি জেনে পাখির মৃত্যুর জন্য দু:থ প্রকাশ করে বলেন, লুজ কানেকশন হলে এটা হতে পারে।তিনি তাৎক্ষিক পল্লী বিদ্যুতের টেকনিশিয়ান ও লাইনম্যানদের বাজারের বিদ্যুতের ট্রান্সফরমার ও তার চেক করতে পাঠান। তাৎক্ষিক পদক্ষেপ গ্রহন করায় পাইকগাছা পল্লী বিদ্যুতের ডিজিএম কে সাধুবাদ জানিয়েছে পরিবেশবাদী সংগঠন বনবিবির কর্মীরা।
উল্লেথ্য, পাখিদের পায়ে হাই ইন্সুলেটিভ স্কিন, তারপরও মরতে হলে তাকে দুই তারে পা রাখতে হবে, তা না হলে কারেন্ট ফ্লো হবে না। পাখির পা বিদ্যুৎ পরিবহন কর না। তাই পাখি মারা যায় না। কিন্তু যদি পাখির শরীরে অন্য কোনো অংশ তারের সাথে স্পর্শ করে তাহলে পাখিটি মারা যাবে আর পাখিরা সাধারণত একটি তারেই বসে। যার ফলে অন্যতারের সাথে কোন সংযোগ ঘটে না। আর শট সার্কিটও হয় না। ফলে পাখি শক লেগে মারাও যায় না।