শুক্রবার ● ২৭ মে ২০১৬
প্রথম পাতা » প্রকৃতি » প্রাকৃতিক সৌন্দর্যের বিচিত্র রূপ
প্রাকৃতিক সৌন্দর্যের বিচিত্র রূপ
এস ডব্লিউ নিউজ ঃ
ষড়ঋতুর দেশ বাংলাদেশ। রূপে অপরূপ প্রকৃতি। প্রাকৃতিক সৌন্দর্যের বিচিত্র রূপ ঋতু গুলোর। গ্রীষ্মদিয়ে শুরু বাংলা নববর্ষ। বসন্তের পত্র-পল্লবের সমারোহ। শিমুল, পলাশ, অশোকের লাল আগুন নিভে যেতে থাকে। গ্রীষ্মের আগমনে প্রকৃতি রুক্ষ হয়ে ওঠে। সবুজ শ্যামল শোভা হারিয়ে যায়। গ্রীষ্মের প্রাণ হীন খাঁ খাঁ রৌদের প্রচন্ডের তাপদহনে প্রকৃতি ধুকছে। এই প্রাণহীন খাঁ খাঁ রৌদের প্রচন্ডের তাপদহময় বৈশাখের প্রকৃতি ফুলে ফুলে শোভিত হচ্ছে। চারিদিকে নানা রঙ্গের ফুল। অশোক, কৃষ্ণচুড়া, সোনালু, জারুল সহ নানা ফুল শোভিত হচ্ছে।