সোমবার ● ১৮ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম এর মতবিনিময়
কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম এর মতবিনিময়
এম. আব্দুল করিম, কেশবপুব প্রতিনিধি:আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ কেশবপুর আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আজিজুল ইসলাম সোমবার বিকেলে প্রচারনার পূর্বে কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনি ময় করেছেন। মতবিনিময় কালে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, তিনি নির্বাচিত হতে পারলে কেশবপুরের পূর্বাঞ্চলের ২৭ বিলের জলাবদ্ধতা নিরশনে কাজ করবেন। বিগত সময়ে মুখ থুবড়ে পড়া গ্রামীন অবকাঠামো উন্নয়নে জনগনকে সাথে নিয়ে কাজ করবেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের নামে অর্থ বানিজ্য বন্ধ করে প্রকৃত মেধাবীদের জায়গা করে দিবেন। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে তাদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও বয়স্কদের সুযোগ সুবিধা বাড়াতে কাজ করবেন। তিনি আরো বলেন, কেশবপুরের বিভিন্ন বাড়িতে বর্তমানে বহিরাগত মানুষের আগমনে সাধারণ ভোটাররা শংকিত হয়ে পড়েছে। তার কর্মীদের হুমকি দেয়া হচ্ছে। সাধারণ ভোটাররা যাতে নির্বিঘেœ ভোট দিতে পারে তার জন্য সাংবাদিক ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, পৌরসভার কাউন্সিলর কবির হোসেন, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, শ্রীকান্ত দাস, প্রান্ত সাহা, আলমগীর হোসেন প্রমুখ।