বৃহস্পতিবার ● ২১ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » পরিবেশ » থানচিতে বিরল প্রজাতির শকুন অবমুক্ত
থানচিতে বিরল প্রজাতির শকুন অবমুক্ত
বান্দরবানের থানচি রেঞ্জে (বন বিভাগের) তত্ত্বাবধানের অসুস্থ শকুনকে দীর্ঘ ১০ দিন চিকিৎসা পর পর্যটন এলাকার তমাতুঙ্গি’র গভীর বনে অবমুক্ত করেছে উপজেলা প্রশাসন।
ইউএনও মোহাম্মদ মামুন বলেন,বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোলে সুতারাং আজ থেকে এ শকুনটিকে গভীর বনাঞ্চলের অবমুক্ত করে মুক্ত করা হইল। এ বিরল প্রজাতির শকুনটি এশীয় প্রজাতির এবং বাংলা শকুন নামে পরিচিত। পরিবেশ প্রকৃতি বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইইউসিএন বিশ্বের মহা বিপন্ন প্রাণী হিসেবে ঘোষণা করা হয়েছিল।