শুক্রবার ● ২৯ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগানোর ঘটনায় থানায় মামলা : গ্রেফতার ১
পাইকগাছায় পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগানোর ঘটনায় থানায় মামলা : গ্রেফতার ১
পাইকগাছার সলুয়া পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে আগুন লাগানোর ঘটনায় থানায় মামমলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মামলার সন্দিদগ্ধ আসামি আলম সরদার (৩৫) কে গ্রেফতার করা হয়। সে উপজেলার সোলাদানা ইউনিয়নের বয়াঝাপা গ্রামের মৃত্যু ওমর আলী সরদারের পুত্র। তাকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক(ওসি) তদন্ত তুষার কান্তি দাশ জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতা ঘটনার জন্য বুধবার ভোরে ৬ টার দিকে দক্ষিণ সলুয়া-রামনাথপুর মেইন সড়কের পাশে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় বিদ্যুৎ উপকেন্দ্রের পাওয়ার ট্রান্সফরমারে হঠাৎ ধোঁয়া দেখতে পেয়ে কেন্দ্রের পাহারাদার সিদ্দিকুর রহমান ও অশোক কুমার সাহা দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ ঘটনায় পল্লি বিদ্যুতের এ জি এম রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করে।
পাইকগাছা থানার ওসি মো. ওবাইদুর রহমান বলেন, বিদ্যুৎ কেন্দ্রে আগুন দিয়ে নাশকতার চেষ্টা করয় থানায় মামলা হয়েছে। মামলার একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে।