সোমবার ● ১ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » শিক্ষা » আশাশুনিতে উৎসবমুখর পরিবেশে পাঠ্য পুস্তক উৎসব দিবস পালিত
আশাশুনিতে উৎসবমুখর পরিবেশে পাঠ্য পুস্তক উৎসব দিবস পালিত
আশাশুনি : আশাশুনিতে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের মধ্য দিয়ে বই উৎসব’ পালিত হয়েছে। ২০২৪ সালের প্রথম দিন (১ জানুয়ারি) সোমবার সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে উৎসব পালিত হয়। প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আল. এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বারণ চক্রবর্তী, শিক্ষা অফিসার আতিয়ার রহমান।
অনুরূপভাবে উপজেলা মডেল সকরারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব পালিত হয়। শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার মন্ডল, সহকারী শিক্ষক শরিফুল ইসলাম সহ স্কুলের সকল সহকারি শিক্ষক ও অভিভাবকবৃন্দ । এ ছাড়া উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের স্ব-স্ব স্কুল, মাদ্রাসায় বই বিতরণ উৎসব পালিত হয়েছে।