শনিবার ● ৬ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মাগুরায় ২৯৫টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌছেছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মাগুরায় ২৯৫টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌছেছে
মাগুরা প্রতিনিধি : মাগুরায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-১ ও ২ আসনের মোট ২৯৫ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌছেছে । গতকাল শনিবার দুপুরে মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার মোহাম্মদ আবু নাসের বেগ ।
মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মো: মিজানুর রহমান বলেন,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে । ৭ জানুয়ারি রবিবার সকাল ৮টা বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে মাগুরা-১ ও ২ আসনের ২৯৫টি কেন্দ্রে ভোট গ্রহন চলবে। মাগুরা-১ আসনের মোট ১৫২টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌছানোর কাজ সম্পন্ন হয়েছে । এ নির্বাচনে মাগুরা-১ আসনে ১৫২টি ভোট কেন্দ্রে ৮১২টি বুথে ৪ লক্ষ ৪৮৫ জন ভোট ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে । অপরদিকে,শালিখা উপজেলা থেকে মাগুরা-২ আসনে মোট ১৪৩টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌছানো হয়েছে । মাগুরা-১ আসনে ১৪৩টি কেন্দ্রে ৭৮৫টি বুথের মাধ্যমে ৩ লক্ষ ৮৭ হাজার ৪৩৫ জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করবে ।
এ নির্বাচনী পুলিশ,আনসার,বিজিবি,র্যাব,নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত,স্টাইকিং ফোর্স,ডিবি পুলিশ আইন-শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত থাকবে । পাশাপাশি সেনাবাহিনীর টহল থাকবে জোরদার ।