সোমবার ● ১৫ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » বিশেষ সংবাদ » শুকিয়ে যাওয়া গাছের ডাল রাস্তায় পড়ে আহত হচ্ছে পথচারি
শুকিয়ে যাওয়া গাছের ডাল রাস্তায় পড়ে আহত হচ্ছে পথচারি
মাগুরা প্রতিনিধি : মাগুরা শ্রীপুর উপজেলার সব্দালপুর থেকে জারিয়া পর্যন্ত ২ কিলোমিটার সড়কে রাস্তার দু’পাশে সড়কের সৌন্দর্য রক্ষার্থে ১৯৯৬ সালে বনবিভাগ একটি সমিতির মাধ্যমে বৃক্ষরোপন করে । রোপনকৃত বৃক্ষের মধ্যে ছিল ইপিল ইপিল,রেনটি কড়ই,শিশু গাছ বিভিন্ন জাতের বৃক্ষ রোপন করা হয় । বর্তমানে এ সড়কে প্রায় ২ শত গাছ শুকিয়ে মরে গেছে । রাস্তার পাশে অনেক গাছের নেই পাতা ,শুধু শুকনো ডালগুলো গাছে আছে । মরে যাওয়া এ গাছ গুলো অনেক সময় রাস্তার পাশেই পড়ে যাচ্ছে ফলে শুকনো এ ডালপালার আঘাতে অনেক পথচারি ও এলাকার কৃষকরা হচ্ছেন আহত । ঝড় বা বড় ধরণের কোন বাতাস বেশি প্রবাহিত হলে এ গাছের ডালগুলো রাস্তায় পড়ে থাকে । রাস্তার ভোর থেকে রাত অবদি নানা প্রয়োজনে এ এলাকার মানুষ শ্রীপুর,মাগুরাসহ বিভিন্ন স্থানে যাতাযাত করে । পথিমধ্যে যদি এ গাছের ডাল গুলো বাতাসে অথবা এমনিতেই পড়ে যায় তাহলে অনেকে হন আহত ।
শ্রীপুর এলাকার দুর্গাপর এলাকার কৃষক আবজাল মোল্যা জানান,আমার অধিকাংশ জমি রাস্তা সংলগ্ন । এ জমিতে আমি বিভিন্ন ফসল উৎপন্ন করি । বিভিন্ন মৌসুমে চাষ করার সময় আমাকে ভোর থেকে বিকাল পর্যন্ত কাজ করতে হয় । বর্তমানে রাস্তার পাশে রোপনকৃত অনেক বৃক্ষ শুকিয়ে মরে গেছে দীর্ঘদিন । এ গাছের ডালগুলো প্রতিনিয়ত ভেঙে পড়ছে রাস্তায় আহত হচ্ছে মানুষ । তাই আমরা এলাকার চেয়ারম্যান,ইউপি সদস্যদেও বার বার এ গাছগুলো কাটার জন্য বলছি কিন্তু তারা কোন কাজ করছে না । তাই অতি সত্ত্বও এ গাছগুলো কাটা খুবই জররুী হয়ে পড়েছে ।
দুর্গাপর গ্রামের এক ব্যবসায়ী জানান,আমার দোকান সব্দালপুলপুর বাজাওে । প্রতিদিন সকালে আমাকে বাড়ি থেকে বাজাওে যেতে হয় । আবার রাতে ব্যবসা পরিচালনা কওে বাড়িতে ফিরি । দীর্ঘদিন ধওে আমার এ সড়কে চলাচল । বর্তমানে অনেক দিন ধওে দেখছি রাস্তায় শুকনো গাছের ডালপালা পড়ে থাকে । এ সড়কে অনেক গাছ শুকিয়ে গেছে তাই কাটা খুবই জরুরি । তাই অবিলম্বে এ গাছ কাটা না হলে আমরা পথচারীরা যেকোন সময় আহত হবো ।
এলাকার ইউপি মেম্বার মো: কামরুল ইসলাম জানান, শ্রীপুর উপজেলার সব্দালপুর থেকে জারিয়া পর্যন্ত ২ কিলোমিটার সড়কে রাস্তার দু’পাশে সড়কের সৌন্দর্য রক্ষার্থে ১৯৯৬ সালে বনবিভাগ একটি সমিতির মাধ্যমে বৃক্ষরোপন করে । এ দীর্ঘ সময়ে রাস্তার পাশের অনেক গাছগুলো মরে গেছে আমরা দেখেছি । এ শুকনো গাছের ডাল রাস্তায় পড়ে অনেকে আহত হচ্ছে প্রতিনিয়ত এ বিষয়ে অনেকে আমাদের অভিযোগ দিচ্ছে । গাছ কাটার বিষয়ে বনবিভাগ উদ্যোগ গ্রহন না করলে আমাদেও কিছুই করার নেই । এ বিষয়ে চেয়ারম্যানের দ্বারা এশাধিকবার আমরা বনবিভাগ কে উদ্যোগ নিতে বলা হলেও তারা নেইনি ফলে বিষয়টি আমরা বেশ উদিগ্ন ।
গাছ লাগানোর সমিতির সদস্য মো: আলম মোল্যা বলেন,দুই যুগ হয়ে ঘেছে এ গাছগুলো লাগানো হয়েছে । আমরা এশাধিকার বার রাস্তার এ মরা শুকনো গাছ গুলো কাটার জন্য বলেছি কতৃপক্ষকে কিন্তু তারা কোন কোন উদ্যোগ গ্রহন না করাতে আমরা বিপাকে আছি । অনেক গাছ রাস্তায় পড়ে পথচারি আহত হচ্ছে আবার গাছের ডালপালা পড়ে পথচারিদেও যাতাযাতের নানাবিধ সমস্যা হচ্ছে প্রতিনিয়ত । তাই আমরা এলাকার চেয়ারম্যান এর মাধ্যমে যথাযথ কতৃপক্ষকে এ গাছগুলো কাটার জন্য জোর দাবী জানাচ্ছি ।
শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পান্না খাতুন বলেন,দীর্ঘদিন ধরে এ সড়কের গাছগুলো মরে গেছে শুনেছি। এ সড়কের যাতায়াত কারী সাধারণ মানুষ অনেক ঝুঁকি নিয়ে চলাচল করছে । আমরা পরিষদের পক্ষ থেকে বনবিভাগের সাথে খুব দ্রুততার সাথে আলোচনা করে গাছ গুলো কাটার ব্যবস্থা নেব ।