শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১

SW News24
বৃহস্পতিবার ● ১৮ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » সাগরদাঁড়ীতে নয় দিনব্যাপী মধুমেলা
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » সাগরদাঁড়ীতে নয় দিনব্যাপী মধুমেলা
১৪২ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৮ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাগরদাঁড়ীতে নয় দিনব্যাপী মধুমেলা

এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি: সতত হে নদ তুমি পড় মোর মনে। বাংলা ভাষা সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব আধুনিকতার প্রাণপুরুষ মাইকেল মধুসূদন দত্তের ২০০ তম জন্ম জয়জন্তী উপলক্ষ্যে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ীতে আজ ১৯ জানুয়ারী শুরু হচ্ছে ৯ দিনব্যাপী মধু-উৎসব মধুমেলা।---  সংস্কৃতি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় যশোর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই মেলা চলবে ১৯ জানুয়ারী থেকে ২৭ জানুয়ারী পর্যন্ত। মধুমেলায় বিনোদনের জন্য এবার থাকছে সার্কাস, বিচিত্রানুষ্ঠান, যাদুপ্রদর্শণী, মৃত্যকুপ, শিশুমেলা, নাগরদোলা, নৌকাদোলাসহ বিভিন্ন পণ্যের স্টল। এছাড়া মধুমেলায় আগত দর্শনার্থীদের বাড়তি বিনোদনের খোরাক মিটাতে কবি পৈত্রিক জন্মভিটা মধুপল্ল¬ীকে নতুন সাজে সাজানো হয়েছে। সরেজমিনে সাগরদাঁড়ী ঘুরে দেখাগেছে, কবির মাতৃভূমি পিতৃভূমির প্রতিটি স্থানকে পর্যাটকদের জন্য আকর্ষনীয় করে তোলার জন্য রংতুলির পরশে রাঙ্গিয়ে দেয়া হয়েছে। প্রতœতত্ত্ব বিভাগের প্রধান সাগরদাঁড়ী মধুপল্ল¬ীর কাষ্টডিয়ান হাসানুজ্জামান বলেন, আজ ১৯ জানুয়ারী শুরু হচ্ছে মহাকবি মাইকেল মধুসুদন দত্তের ২’শ তম জন্মবার্ষিকী এ উপলক্ষ্যে নয় দিনব্যাপী চলবে মধুমেলা। তাই আমরা সকলেই দিনরাত চেষ্টা করে মধুপল্ল¬ীর শোভা বর্ধনের কাজ করেছি। তিনি আরো বলেন অন্য বছরের চেয়ে এবার অধিক সংখ্যক ভক্ত ও পর্যটকের সমাগম ঘটবে। এবিষয়ে মেলা উদযাপন কমিটির আহ্বায়ক যশোর জেলা প্রশাসক মোহাম্মাদ আবরাউল হাছান মজুমদার বলেন, এ বছর কবি ভক্ত ও পর্যটকদের উপস্থিতি বেশী থাকবে বলে আমরা আশা করছি। আর সেই কারণে পর্যপ্ত পরিমানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ও টহলের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এছাড়া সম্পুর্ণ মেলা প্রাঙ্গনকে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে এবং কোন অনাকাঙ্খিত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহনের জন্য একাধিক ভ্রাম্যমান আদালতের ব্যবস্থা রাখা হয়েছে।





আর্কাইভ