শুক্রবার ● ১৯ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » সাহিত্য » সপ্তদ্বীপার সাহিত্য আসর
সপ্তদ্বীপার সাহিত্য আসর
পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের পাক্ষিক সাহিত্য আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি লেখক ও সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।
সাহিত্য আসরে কবিতা, ছড়া, প্রবন্ধ ও গল্প পাঠে অংশ গ্রহন করেন,ছড়াকার এ্যাড. শফিকুল ইসলাম কচি, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক মাধুরি রানী সাধু, দপ্তর সম্পাদক রোজী সিদ্দিকী, ফারজানা আক্তার ময়না, রাবেয়া আক্তার মলি,লাবিবা আক্তার, পুস্পিতা শীল জ্যতি, লিনজা আক্তার (মিথিলা), তৃষা বিশ্বাস, শহিনুর রহমান প্রমুখ। আগামী ১০ ফেব্রুয়ারি শনিবার সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।