শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১

SW News24
শুক্রবার ● ১৯ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » অপরাধ » শতবর্ষী রাস্তার মাঝখানে দেয়াল নির্মাণ, অবরুদ্ধ ১৩ পরিবার
প্রথম পাতা » অপরাধ » শতবর্ষী রাস্তার মাঝখানে দেয়াল নির্মাণ, অবরুদ্ধ ১৩ পরিবার
১৬২ বার পঠিত
শুক্রবার ● ১৯ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শতবর্ষী রাস্তার মাঝখানে দেয়াল নির্মাণ, অবরুদ্ধ ১৩ পরিবার

---

এস এম শরিফুল,শরণখোলা (বাগেরহাট)  বাগেরহাটের শরণখোলায় শতবর্ষী একটি রাস্তায় দেয়াল নির্মাণ করে ১৩টি পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। উপজেলার রায়েন্দা ইউনিয়নের রাজেশ্বর গ্রামের প্রভাবশালী মাওলানা দেলোয়ার হোসেন খান ও তার স্ত্রী তুলি বেগম ওই রাস্তাটি তার জমির ওপর থেকে নেওয়া হয়েছে বলে দাবি করে সেখানে দেয়াল তুলে দেন। রাস্তার মাঝখানে উঁচু দেয়ালের কারণে ১৩ পরিবারের শিক্ষার্থী, বয়স্ক, প্রতিবন্ধি, শিশুসহ ওই এলাকার শত শত মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

ভুক্তভোগীদের অভিযোগে জানা যায়, আমিনুর খানের বাড়ি থেকে রামচন্দ্র মিস্ত্রির বাড়ি পর্যন্ত রাস্তারিট দৈর্ঘ্য প্রায় ৭০০ ফুট। ওই রাস্তাটি স্বাধীনতার আগে থেকেই ১৩ পরিবার এবং জিলবুনিয়া, রাজেশ্বর, কদমতলা ও লাকুড়তলা গ্রামের হিন্দু-মুসলিমসহ শত শত মানুষ মিলেমিশে ব্যবহার করে আসছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে টিআর ও হতদরিদ্র প্রকল্প থেকে কয়েকবার সংস্কারও করা হয়েছে রাস্তাটি। কিন্তু প্রভাবশালী মাওলানা দেলোয়ার খান হঠাৎ করে রাস্তার জমি নিজের দাবি করে সেখানে পাকা দেয়াল তৈরী করেন। সর্বশেষ শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে সেখানে আরো উঁচু করে ইট গাথা শুরু করলে পৃুলিশ গিয়ে সেই কাজ বন্ধ করে দেন। কিন্তু চলাচলের পথ বন্ধই রয়ে গেছে।

অষ্টম শ্রেণির শিক্ষার্থী আরাফাত হোসেন, ষষ্ঠ শ্রেণির জাকারিয়া, বুশরা আক্তার, দ্বিতীয় শ্রেণির সুষ্মিতা ও হালিমা জানায়, রাস্তায় দেয়াল থাকায় তাদের স্কুলে যেতে খুব সমস্যা হচ্ছে। প্রায় একমাস ধরে তারা ঠিকমতো ক্লাসে যেতে পারেনি। রাস্তার ওপর থেকে দেয়াল সরিয়ে নিয়ে তাদের স্কুল-মাদরাসায় যাওয়ার ব্যবস্থা করার দাবি জানায় এই শিশু শিক্ষার্থীরা।

হতদরিদ্র মতিয়ার রহমান (৭১) জানান, তিনি ভ্যানে করে গ্রামে গ্রামে কাচামাল বিক্রি করেন। চলার পথ বন্ধ করে দেওয়ায় তিনি ভ্যান নিয়ে বের হতে পারছেন না। দেলোয়ার মাওলানা রাস্তা বন্ধ করায় তার ব্যবসাও বন্ধ। এখন সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে তাকে। রাস্তাটি দ্রæত খুলে দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন এই বৃদ্ধ।

অবরুদ্ধ ১৩ পরিবারের দিলিপ কুমার মিস্ত্রি, ইব্রাহিম তালুকদার, জামাল শিকদার, পান্না তালুকদার, মতি হাওলাদার জানান, প্রায় এক শ’ বছর আগে তাদের বাবা-দাদার আমল থেকেই এই রাস্তাটি ব্যবহার করে আসছেন। মাওলানা দেলোয়ার খানের পূর্বপুরুষরা এই জমি জনগণের চলাচলের জন্য দিয়ে গেছেন। কিন্তু দেলোয়ার হোসেন এখন চলাচলে বাধা সৃষ্টি করাসহ রাস্তার মাঝখানে পাকা দেয়াল নির্মাণ করেছেন। এখন তারা ১৩ পরিবার একেবারেই অবরুদ্ধ অবস্থায় আছেন।

তারা জানান, শিশুরা স্কুলে যেতে পারছে না। এমনকি কেউ অসুস্থ হলে তাকে ডাক্তারের কাছে নেওয়ারও কোনো উপায় নেই। তাদের পরিবারগুলোর মধ্যে সবাই হতদরিদ্র ও দিনমজুর। কেউ অন্যের বাড়ি ও জমিতে কাজ করেন। আবার কেউ ভ্যান-ইজিবাইক চালিয়ে সংসার চালান। কিন্তু রাস্তা বন্ধ হওয়ায় কেউ কোনো কাজ করতে পারছেন না। দেলোয়ার খান ঢাকায় থেকে নির্দেশ দিয়ে তার স্ত্রীকে দিয়ে এই রাস্তায় দেয়াল নির্মাণ করে তাদের অবরুদ্ধ করে রেখেছেন। দ্রæত রাস্তার ওপর থেকে দেয়াল সরিয়ে চলাচলের পথ খুলে দেওয়ার জন্য প্রশ্সানের কাছে দাবি জানিয়েছেন  তারা।

প্রতিবেশি বাচ্চু তালুকদার জানান, এই রাস্তার বয়স এক শ’ বছরেরও বেশি। মাওলানা দেলোয়ার হোসেন খানের পূর্ব পুরুষরা এই রাস্তায় মানুষের চলাচলের জন্য দিয়ে গেছেন। দেলোয়ার মাওলানা রাস্তায় দেয়াল তুলে শুধু ১৩ পরিবারের চলার পথই না, আশপাশের কয়েকটি গ্রামের মানুষেরও পথ বন্ধ করেছেন।

স্থানীয় ইউপি সদস্য মো. কাওসার আকন জানান, রাস্তাটি বহু বছরের পুরনো। এই রস্তায় সরকারি বরাদ্দ থেকে কয়েকবার সংস্কার করা হয়েছে। কিন্তু দেলোয়ার মাওলানার নির্দেশে তার স্ত্রী হঠাৎ সেখানে দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধ করায় ১৩টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। দেলোয়ার কারোরই কোনো কথা মুনতে চান না। তারপরও এব্যাপারে বসে মিমাংসা করার চেষ্টা করা হবে।

শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার সরদার জানান, সকালে (শুক্রবার) রাস্তায়  উঁচু করে দেয়ালের কাজ করা শুরু করলে পুলিশ পাঠিয়ে তা বন্ধ করে দেওয়া হয়েছে। মাওলানা দেলোয়ার হোসেন খান রাস্তার জমি তার বলে দাবি করছেন। বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করার জন্য উভয় পক্ষকে বলা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, মাওলানা দেলোয়ারের বিরুদ্ধে নাশকতা, ধর্ষণসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। যে কারণে তিনি এলাকায় থাকেন না।

এব্যাপারে জানার জন্য মাওলানা দেলোয়ার খানের মোবাইল ফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। তবে তার স্ত্রী তুলি বেগম স্বামীর নামে বিভিন্ন মামলা থাকার কথা স্বীকার করে বলেন, এই রাস্তা জমির আমাদের। এখান থেকে কাউকে চলতে দেব না। এখানে আমরা ইন্ডাস্ট্রি করবো। তাই রাস্তা বন্ধ করেছি।





অপরাধ এর আরও খবর

নড়াইলে মদ্যপানে স্কুলছাত্রীর মৃত্যু, অসুস্থ আরেক ছাত্রী নড়াইলে মদ্যপানে স্কুলছাত্রীর মৃত্যু, অসুস্থ আরেক ছাত্রী
নড়াইলে শিশু শাহিন হত্যায় ৫ জনের যাবজ্জীবন নড়াইলে শিশু শাহিন হত্যায় ৫ জনের যাবজ্জীবন
পাইকগাছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ পাইকগাছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
পাইকগাছায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পাইকগাছায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
পাইকগাছায় চিংড়ীতে অপদ্রব্য পুশ করায় ৩ ব্যবসায়ী কে জরিমানা পাইকগাছায় চিংড়ীতে অপদ্রব্য পুশ করায় ৩ ব্যবসায়ী কে জরিমানা
নড়াইলে নিষিদ্ধ পলিথিন বিক্রিতে ৪ ব্যবসায়ীকে জরিমানা নড়াইলে নিষিদ্ধ পলিথিন বিক্রিতে ৪ ব্যবসায়ীকে জরিমানা
কয়রায় মিথ্যা অভিযোগ করে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন কয়রায় মিথ্যা অভিযোগ করে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
পাইকগাছায় অগ্নিকান্ডে বসতঘর পোড়ার ঘটনায় দিশেহারা দিনমজুর পরিবার পাইকগাছায় অগ্নিকান্ডে বসতঘর পোড়ার ঘটনায় দিশেহারা দিনমজুর পরিবার
নড়াইলে ধানখেত থেকে শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার নড়াইলে ধানখেত থেকে শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার
পাইকগাছা থানা পুলিশের অভিযানে সাজা ও পরোয়ানায় গ্রেফতার ৩ পাইকগাছা থানা পুলিশের অভিযানে সাজা ও পরোয়ানায় গ্রেফতার ৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)