শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১

SW News24
শুক্রবার ● ১৯ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » মাইকে মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে ৯ দিনব্যাপী মধুমেলার উদ্বোধন করেন : ড. সৈয়দ আনোয়ার হোসেন
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » মাইকে মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে ৯ দিনব্যাপী মধুমেলার উদ্বোধন করেন : ড. সৈয়দ আনোয়ার হোসেন
১৬৮ বার পঠিত
শুক্রবার ● ১৯ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাইকে মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে ৯ দিনব্যাপী মধুমেলার উদ্বোধন করেন : ড. সৈয়দ আনোয়ার হোসেন


---
 এম আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি  :দাঁড়াও পথিক বর;জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠক্ষণকাল এসমাধি স’লে:মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ছিলেন আধুনিকতার জনক, পৃথিবী যখন প্রাচীন ধ্যান ধারনায় পাশ্চাত্য জমিদারী রীতিনীতি প্রচলিত ছিলো, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত  সেই জায়গা থেকে বেরিয়ে  আধুনিকতা ও আধুনিক সমাজের প্রবর্তন ঘটিয়েছেন।

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়িতে কপোতাক্ষ নদের পাড়ে ১৯ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মজয়ন্তী ও মধুমেলার  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়ার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন এসব কথা বলেন। এর আগে তিনি ফিতা কেটে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী ও মধুমেলা-২০২৪ এর উদ্বোধন করেন।
যশোর জেলা প্রশাসক মোহাম্মাদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর-৫ এর ইয়াকুব আলী ও যশোর-৬ এর নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আজিজুল ইসলাম (খন্দকার আজিজ),  উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।
 স্বাগত বক্তব্য রাখেন মেলা আয়োজক কমিটির সদস্য সচিব ও কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন  সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত। 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ। 
উল্লেখ্য মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত মধুমেলার পরিধি সাতদিনের পরিবর্তে ২ দিন বাড়িয়ে মোট নয়দিন চলবে ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)