শনিবার ● ২০ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » খেলা » নড়াইলে অটিস্টিক শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব
নড়াইলে অটিস্টিক শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব
ফরহাদ খান, নড়াইল; নড়াইলে অটিস্টিক শিশুদের অংশগ্রহণে ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শনিবার (২০ জানুয়ারি) দুপুরে শিল্পকলা একাডেমি চত্বরে এ উৎসব অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন-নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার রাকিবুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক কৃষ্ণপদ দাস, সিকদার মতিয়ার রহমান পান্নু, বোড়ামারা অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেনসহ অনেকে। ক্রীড়া আনন্দ উৎসবে অংশগ্রহণকারী চারটি বিদ্যালয়ের ৪৫ জন অটিস্টিক শিশুকে পুরস্কৃত করা হয়। এছাড়া তাদের ফুলেল শুভেচ্ছাসহ প্রীতিভোজের আয়োজন করা হয়। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় নড়াইল সদর উপজেলার অটিস্টিক শিশু শিক্ষার্থীরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে। আনন্দ-উৎসবে মেতে উঠে শিশুসহ তাদের অভিভাবকেরা।