সোমবার ● ২২ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » কৃষি » পাইকগাছার সিলেমানপুর চরের খাল পুনঃখননের উদ্বোধন করেন এমপি রশীদুজ্জামান
পাইকগাছার সিলেমানপুর চরের খাল পুনঃখননের উদ্বোধন করেন এমপি রশীদুজ্জামান
পাইকগাছায় সিলেমানপুর চরের খাল পুনঃখননের উদ্বোধন করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান।খাল খনন উদ্বোধনের সময় বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু , ইউএনও মুহাম্মদ আল-আমিন, প্রকল্পের ম্যানেজার কৃষিবিদ ড. নাজমুল নাহার, প্রোগ্রামার অফিসার এস এম ফেরদৌস। সোমবার সকালে অনুষ্ঠিত খাল পুনঃখনন এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুজ্জামান গাজী। প্রভাষক আ. হালিমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান কওছার জোয়াদ্দার, অব. প্রধান শিক্ষক মো. মোস্তফা কামরুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, জেলা ছাত্রলীগ নেতা মৃনাল কান্তি বাছাড়, শিক্ষক জিএম শামসুর, এলাহী বক্স, ইউপি সদস্য বদরুল মোড়ল, খাল খনন কমিটির সভাপতি গৌতম বিহারী ঘোষ, সেক্রেটারি জামাল গাজী, সিরাজুল ইসলাম, সুজায়েত হোসেন, সামছুর রহমান, নিজাম শেখ, সামাদ মোড়ল, সাধন বিশ্বাস, শহিদুল সরদার, সাইফুল ইসলাম, সুলেমান আলী, ফিরোজ আহমেদ, আজিজুল শেখ, জামাল মোড়ল, জসিম মোড়ল, খায়রুল ইসলাম, আজিম উদ্দিন, মজিদ সরদার, আলীমুদ্দিন মিস্ত্রী, ইকবাল সানা, বেলাল সরদার, ফারুক হোসেন, আকিমুদ্দীন মোড়ল, শহর আলী গাজী, মুজিবর সানা, আশরাফ গাজী সহ অনেকে।মাইক্রো ওয়াটার সেভ প্রকল্পের আওতায় ৬ লাখ টাকা ব্যয়ে সিলেমানপুর চরের খাল দৈর্ঘ্য ১.৬ কি.মি., প্রস্থ ২৬ ফুট এবং গভীরতা ৮ ফুট করে খনন করা হব।খাল খনন সম্পন্ন হলে বিলের এক হাজার বিঘা জমিতে পানি সরবরাহের সু- ব্যাবস্থা নিশ্চিত হবে।