বুধবার ● ৮ জুন ২০১৬
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছায় অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধকতা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছায় অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধকতা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধকতা বিষয়ক দিন ব্যাপী উপজেলা পর্যায়ে ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল একাডেমী ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজ এ্যাবিলিটিস, অটিস্টিক একাডেমী স্থাপন প্রকল্প, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নাজমুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, একাডেমীক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী। রিসোর্স পার্সন ছিলেন বিএল কলেজের সহকারী অধ্যাপক মোঃ রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদিন। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাশ, মোঃ আব্দুল গফ্ফার, জয়দেব রায়, রবিন্দ্রনাথ রায়, নূরুজ্জামান, প্রশান্ত কুমার শীল, আব্দুল খালেক ও আন্দ্রিয় ডি-রোজারিও।