বুধবার ● ২৪ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » কৃষি » বারি সরিষা-১৪ ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত
বারি সরিষা-১৪ ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত
পাইকগাছায় ২০২৩-২৪ অর্থ বছরে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় রোপা আমন-সরিষা-বোরো প্যাটান ভিত্তিক বারি সরিষা-১৪ প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার কাশিমনগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মাঠ দিবস ও আলোচনা সভার আয়োজন করে। কৃষক পারভেজ হোসেন পলাশের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের খুলনা অঞ্চলের মনিটরিং অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন, খুলনার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ সুবির কুমার বিশ^াস। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাস। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইয়াছিন আলী খান, নাহিদ মল্লিক, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক শেখ দ্বীন মাহমুদ ও কৃষক কার্তিক সরকার।