শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১

SW News24
বৃহস্পতিবার ● ৯ জুন ২০১৬
প্রথম পাতা » নারী ও শিশু » জাতীয় পর্যায় উচ্চাংগ সংগীত প্রতিযোগিতায় নন্দিতা ঘোষের শ্রেষ্ঠত্ব অর্জন; উপকূল সাহিত্য পরিষদের অভিনন্দন
প্রথম পাতা » নারী ও শিশু » জাতীয় পর্যায় উচ্চাংগ সংগীত প্রতিযোগিতায় নন্দিতা ঘোষের শ্রেষ্ঠত্ব অর্জন; উপকূল সাহিত্য পরিষদের অভিনন্দন
৬৫৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ৯ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় পর্যায় উচ্চাংগ সংগীত প্রতিযোগিতায় নন্দিতা ঘোষের শ্রেষ্ঠত্ব অর্জন; উপকূল সাহিত্য পরিষদের অভিনন্দন

---

এস ডব্লিউ নিউজ ॥

তালা উপশহরের মেয়ে নন্দিতা ঘোষ বৃষ্টি জাতীয় পর্যায়ে উচ্চাংগ সংগীত প্রতিযোগিতায় দেশের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। শিক্ষা মন্ত্রণালয়’র আয়োজনে, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ উপলক্ষ্যে অনুষ্ঠিত প্রতিযোগীতায় তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় থেকে বৃষ্টি প্রতিযোগীতায় অংশগ্রহন করে। কলেজ, উপজেলা, জেলা ও বিভাগ থেকে উচ্চাংগ সঙ্গীতে শ্রেষ্ঠ হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহন করে সারা দেশের ৮ প্রতিযোগীর মধ্যে তালার কৃত্বি সঙ্গীত শিল্পি বৃষ্টি শ্রেষ্ঠত্ব অর্জন করে। তার এ এই অর্জনের স্বীকৃতি হিসেবে মহামান্য রাষ্ট্রপতি অ্যাড. আব্দুল হামিদ তাকে স্বর্ণ পদক প্রদান করেন। গত ২৮ মে ঢাকা ওসমানি স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ এই পদক প্রদান করেন। অনুুষ্ঠানে শিক্ষা মন্ত্রী নূর ইসলাম নাহিদ, শিক্ষা সচিব মো. সোহরাব হোসেন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন উপস্থিত ছিলেন। কৃত্বি সঙ্গীত শিল্পি নন্দিতা ঘোষ বৃষ্টি তালার বে-সরকারী উন্নয়ন সংস্থা মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষ এবং সঙ্গীত শিল্পি ও এনজিও কর্মী সুনন্দা ভদ্রের কন্যা। বৃষ্টি তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্রী। নন্দিতা ঘোষ বৃষ্টি ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে নজরুল সঙ্গীত প্রতিযোগীতায় জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক, ২০১০ এবং ১১ সালে পর পর দু’বার স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর নিকট থেকে শিশু পুরুষ্কার গ্রহন করেন। এছাড়া উক্ত দুই বছরে বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির আয়োজনে নজরুল সঙ্গীত ও দেশত্ববোধক প্রতিযোগিতায়ও সে পুরুস্কার গ্রহন করেন। জাতীয় পর্যায়ে উচ্চাংগ সংগীত প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করায় নন্দিতা ঘোষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাইকগাছা উপকূল সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন, সংগঠনের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, সহ-সভাপতি সুরাইয়া বানু ডলি, সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, সম্পাদক এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, কোষাধ্যক্ষ বিকাসিন্দু সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আজিজ, পঞ্চানন সরকার, হিরন্ময় রায়, ইমদাদুল হক, এসএম আলাউদ্দীন সোহগ, কৃষ্ণ রায় সহ সংগঠনের নেতবৃন্দ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)