মঙ্গলবার ● ৩০ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
পাইকগাছায় ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
পাইকগাছায় ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলানয়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।
কি নোট স্পিকার ছিলেন, ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। স্বাগত বক্তৃতা করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মনিটরিং অফিসার কৃষিবিদ ধীমান মজুমদার,পল্লী বিদ্যুতের ডিজিএম ছিদ্দিকুর রহমান।
অবহিতকরণ কর্মশালায় আলোচনা করেন, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন ও শেখ জিয়াদুল ইসলাম জিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাজাহান আলী শেখ, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম, অব. উপাধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার,প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. শাহজাহান আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিত দাশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ, মো. এনামুল হক, মো. আব্দুল্লাহ, সাংবাদিক আব্দুল আজিজ, স্নেহেন্দু বিকাশ, আলাউদ্দীন সোহাগ, পূর্ণ চন্দ্র মন্ডল, চাষী মলয়, তহিদুল ইসলাম, হারুণ সহ সরকারি কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান গণের প্রতিনিধি, সাংবাদিক ও কৃষক বৃন্দ অংশগ্রহণ করেন।