বুধবার ● ৩১ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় রেল লাইন ভূমি অধিগ্রহণের ১৬ কৃষকের মাঝে চেক বিতরণ
মাগুরায় রেল লাইন ভূমি অধিগ্রহণের ১৬ কৃষকের মাঝে চেক বিতরণ
মাগুরা প্রতিনিধি : মাগুরায় বুধবার সকাল ১১ টায় সদরের রামনগর ঠাকুর বাড়ি এলাকায় রেল লাইন ভূমি অধিগ্রহনের ক্ষতিগ্রস্থ ১৬ জন কৃষকের মাঝে এল এ চেক বিতরণ করা হয়েছে। দীর্ঘ দিন ধরে আটকে থাকার পর এই প্রথম বারের মত শুরু হলো মধুখালী থেকে মাগুরা পর্যন্ত রেল সংযোগ ও চেক প্রদানের আনুষ্ঠানিকতা। ১১৪ কোটি ঢাকা ব্যায়ে নির্মান করা হবে রেল লাইন। প্রথম ধাপে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ১ কোটি ৮৬ হাজার টাকা বিতরণ করেন জেলা প্রশাসক। তবে জেলা প্রশাসনের পক্ষ বলা হয় রেল লাইনের ভূমি অধিগ্রহনের জমির কাপজপত্রের জটিলতায় কৃষকের ভূমি অধিগ্রহণের চেক প্রদান করতে সময় লেগেছে। চেক বিতরণ অনুষ্ঠানে অনেক স্থানীয় কৃষকরা জানান,কোন ক্ষতিপুরণ ছাড়াই সরকারি ভাবে এত কম সময়ে এল এ চেক পাওয়ায় সরকারির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রেল লাইন নির্মান প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান বলছে,মাগুরা থেকে মধুখালী পযন্ত রেল লাইনের কাজ চলমান রয়েছে। তাছাড়া ফরিদপুর থেকে কামারখালী পর্যন্ত রেল লাইনের ভূমি অধিগ্রহণের জায়গা ছিল। মহান মুক্তিযোদ্ধের সময় এই সেকশনটা বন্ধ হয়ে যাওয়ার কারণে ট্রেন চলাচলো বন্ধ হয়ে যায়। দীর্ঘ দীন ধরে রেল লাইনের জমিগুলো পতিত হিসেবে পড়েছিল। ভূমি অধিগ্রহনের জটিলতার কারনে রেল লাইনের কাজ থেমে আছে। ঠিকাদার প্রতিষ্ঠানে জমি না পেলে কাজ করা সম্ভব হচ্ছে না। ভূমি অধিগ্রহনের কাজ শেষ হলে ২০২৫ সালের প্রথম দিকে দৃশ্যমান হবে মাগুরা ও মধুখালী রেল লাইন প্রকল্পের কাজ।