শনিবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » মাগুরায় পিঠা উৎসব সম্পন্ন
মাগুরায় পিঠা উৎসব সম্পন্ন
মাগুরা প্রতিনিধি : মাগুরায় দীঘদিন পর গ্রাম বাংলার পিঠা উৎসব হয়ে গেল । মাগুরা জেলা শিল্পকলার আয়োজনে শহরের নোমানী ময়দান মাঠে তিনদিন ব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়। শুক্রবার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। সভাপতিত্ব করেন জেলা কালচারাল অফিসার মোহাম্মদ জসিমউদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সংগীত শিক্ষক সরজিত কর্মকার,স্বরলীপি সংগীত নিকেতনের অধ্যক্ষ বিপুল কুমার পাল। নাট্য শিল্পী আপেল মাহামুদ খান সবুজ। উৎসবে গ্রাম বাংলার চিরচেনা পিঠা কুলি,চিতই,পাকান,জামাই,দুধ কলি,ছই,ভাজা পিঠাসহ অর্ধশতাধিক নামের পিঠা মেলায় নানা স্টলে প্রদশিত হয়। এ উৎসবে জেলা শিল্পকলার একাডেমীর শিল্পীদের অংশ গ্রহনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতি অনুষ্ঠান। দীঘদিন পর মাগুরাতে এ পিঠা উৎসব হওয়াতে প্রতিটি স্টল গুলোতে দশনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে ।