সোমবার ● ৫ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » শিক্ষা » মাগুরায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
মাগুরায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
মাগুরা প্রতিনিধি ॥ ‘গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে গতকাল সোমবার সকালে মাগুরায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে বেলুন উড়ানো, কেক কাটা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ নানা কর্মসুচি পালিত হয়েছে। সকালে মাগুরা জেলা সরকারি গণগ্রন্থাগার চত্বরে বেলুন উড়িয়ে কর্মসুচির উদ্বোধন করেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল কাদের। এছাড়া কেক কাটা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার, সহযোগী অধ্যাপক আবু সাইদ মোল্লা ও স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।