বৃহস্পতিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » অপরাধ » আশাশুনির বুধহাটায় সনাতন ধর্মালম্বি পরিবারে মুসলিম কাজী! ভ্রাম্যমান আদালতে জরিমানা
আশাশুনির বুধহাটায় সনাতন ধর্মালম্বি পরিবারে মুসলিম কাজী! ভ্রাম্যমান আদালতে জরিমানা
বুধহাটা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির বুধহাটায় সনাতন ধর্মালম্বি পরিবারের কিশোরী কন্যাকে বাল্যবিবাহ দিতে গিয়ে মুসলিম নিকাহ রেজিষ্ট্রার, বর ও বর-কনের অভিভাবককে আটকের পর ভ্রাম্যমান আদালতে জরিমানা ও মুচলেকা দিয়েই এ যাত্রায় ছাড়া পেয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাতে বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামে। জানাগেছে,
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের মুসলিম নিকাহ রেজিস্টার মাওঃ আলাউল ইসলাম ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বেউলা গ্রামের যতীন দাসের অপ্রাপ্ত বয়সের কিশোরী মেয়ের সাথে কয়রা উপজেলার সরজিত কুমারের সাথে বাল্য বিবাহ দিতে স্ট্যাম্পে লেখালেখির মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করছিলেন। বিষয়টি জানতে পেরে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের সেকেন্ড অফিসার এএসআই আলমগীর হোসেন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিকাহ রেজিস্টার মাওঃ আলাউল ইসলাম, বর সরজিত কুমার, তার অভিভাবক প্রশান্ত তরফদার, কিরন বৈরাগী, মেয়ের পিতা যতীন কুমার দাস ও বিয়ের কনেকে আটক করেন। বিষয়টি তৎক্ষণাৎ আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুরকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বাল্যবিবাহের কাজে সহযোগিতার জন্য নিকাহ রেজিস্টার মাওঃ আলাউল ইসলাম, বর ও কনে উভয়ের অভিভাবক প্রশান্ত তরফদার ও কিরন বৈরাগীকে বাল্যবিবাহ নিরোধ আইনে সর্বমোট ১০হাজার টাকা জরিমানা করে নগদে আদায় করা হয়। এছাড়া পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত অপ্রাপ্ত বয়স্করা বিয়ে করবে না এবং অভিভাবকরা তাদের বিয়ে দিবে না মর্মে মুচলেকা দিয়ে রেহাই পায় বর, কনে ও মেয়ের পিতা-মাতা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।