রবিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় সাংবাদিক বাবুল সহ ৩ জনের চাঁদাদাবির ভিডিও ফাঁস! এলাকায় মিশ্র প্রতিক্রিয়া
পাইকগাছায় সাংবাদিক বাবুল সহ ৩ জনের চাঁদাদাবির ভিডিও ফাঁস! এলাকায় মিশ্র প্রতিক্রিয়া
পাইকগাছায় সাংবাদিক বাবুল সহ ৩ জনের চাঁদাদাবির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ও পত্রিকায় নিউজ হওয়ায় স্থানীয় সাংবাদিকদের উপর বিভিন্ন মহলের বিরূপ মন্তব্য চলমান। ইতিমধ্যে এবিষয়ে যশোর থেকে প্রকাশিত দৈনিক সত্য পাঠ ও জাতীয় দৈনিক চৌকস নামক পত্রিকায় খবর প্রকাশ হওয়ায় বর্তমানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে প্রকৃত সাংবাদিক মহল বিব্রতকর অবস্থায় পড়েছে। প্রকাশিত পত্রিকা ও ভিডিও সূত্রে জানা গেছে, পাইকগাছা পৌর সদরের প্রানকেন্দ্রে অবস্থিত মৎস্য আড়ৎদারি সমবায় সমিতির মার্কেটের নতুন ঘর তৈরী করাকে কেন্দ্র করে জাতীয় দৈনিক আজকের পত্রিকার পাইকগাছা প্রতিনিধি সাংবাদিক বাবুল আক্তার সহ পাইকগাছা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন ও সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন আড়ৎদারি সমিতির সভাপতি মোঃ জাকির হোসেনকে তৃপ্তি রঞ্জন সেনের পাইকগাছা সার্জিক্যাল ক্লিনিকে ডেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এসময়ে সভাপতি জাকির গোপনে কৌশলগতভাবে উক্ত চাঁদা-দাবীর ভিডিও ধারণ করে।
এবিষয়ে সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন বলেন,আমাদের মার্কেটের নিজস্ব জায়গায় আমরা শান্তিপূর্ণভাবে ঘর নির্মাণ করছি। কিন্ত উল্লেখিত সাংবাদিকদ্বয় আমাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করলে, আমরা তা না দেওয়ায় আমাদের ক্রয়কৃত জমির বিষয় ইতিমধ্যে বেশ কয়েকটি পত্র পত্রিকায় ভুল তথ্য উপস্থাপন করে আমাদের আড়ৎদারি ব্যবসায়ীদের ইমেজ নষ্ট করেছে। যা কি-না আমাদের জন্য খুবই লজ্জা ও দুঃখজনক। তিনি আরো বলেন, আমাদের কাছে চাঁদা দাবী করার ভিডিওটি আমরা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন সহ বিভিন্ন দপ্তরে প্রদান করেছি। উল্লেখ্য, সাংবাদিক বাবুল বলেছে প্রশাসন আমাদের বাহিরে না।আমরা যা বলবো প্রশাসন তাই শোনে। এবিষয়ে পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এ্যাড, এফ এম এ রাজ্জাক বলেন, আমাদের সংগঠনের কেউ কোনো প্রকার অনৈতিক পথ অবলম্বন করলে তার দায়ভার ক্লাব নিবে না।তিনি আরো বলেন, সরকারি নীতিমালা বহির্ভূত কোনো অভিযোগ থাকলে আমরা মিটিং ডেকে সেটির ব্যবস্থা গ্রহন করবো।