মঙ্গলবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ভাড়াটিয়া রহমান- রশিদগং কর্তৃক জমি মালিককে উচ্ছেদের অভিযোগ
পাইকগাছায় ভাড়াটিয়া রহমান- রশিদগং কর্তৃক জমি মালিককে উচ্ছেদের অভিযোগ
পাইকগাছায় রহমান ও রশিদের বিরুদ্ধে ভাড়াকৃত জমির ভাড়া না দিয়ে জবর দখল ও প্রতারণার অভিযোগ উঠেছে।পৌর সভার ৮ নং ওয়ার্ড বাতিখালীর বাসিন্দা জমি মালিক আব্দুল খালেক জানান, মৃত শামসুর গাজীর পুত্র আব্দুর রহমান ও মৃত হাজের মোল্লার পুত্র রশীদ মোল্লা প্রায় ৭/৮ বছর ধরে ৮ নং ওয়ার্ড দক্ষিণ ওয়াপাদা সংলগ্ন তার ঘর ভাড়া নিয়ে জ্বালানি কাঠের ব্যবসা করে আসছে।প্রতি মাসে নির্ধারিত ভাড়ার টাকা পরিশোধ করে ব্যবসা করে আসছিল। সম্প্রতি রহমান ও রশিদ আব্দুল খালেককে ভাড়ার টাকা পরিশোধ না করে উল্টো তাল-বাহানা ও জমি জবর দখলের পায়তারার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। এছাড়াও তাকে সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করার লক্ষে ভুল তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিড়িও প্রচার পূর্বক মানহানি করার অভিযোগ তুলেছেন আব্দুল খালেকের পুত্র নাহিদুল এহসান মিলন।
জানা গেছে, ভাড়াটিয়া আ: রহমান ২৩ সালে জমির মালিক আব্দুল খালেকে উচ্ছেদ করার লক্ষে তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে। আদালতে আঃ রহমানের আনিত অভিযোগ মিথ্যা প্রমানিত হয়। এরপর থেকে আ: রহমান ও রশিদ প্রতারণা করে মানহানিকর ভিড়িও বক্তব্য প্রচারসহ বিভিন্ন অপচেস্টায় লিপ্ত রয়েছেন। এবিষয়ে আব্দুল খালেক বলেন, তিনি এফডিসিআর বনিয়াদে উক্ত জমি ভোগ দখল করছেন।আঃ রহমান ও রশিদ আমাদের জায়গায় দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসেবে জ্বালানি কাঠের ব্যবসা পরিচালনা করে আসছে। সম্প্রতি লোভের বশবর্তী হয়ে ভাড়ার টাকা না দিয়ে উল্টো জমি জবরদখল এর চেষ্টা ও প্রতারণা করছে। পাশাপাশি সাংবাদিকদের কাছে ভুল তথ্য উপস্থাপন সহ প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত আছে। এবিষয়ে স্থানীয় বাসিন্দা মৃত আব্দুল ওয়াজেদ এর স্ত্রী রেনুকা ওয়াজেদ মোল্লা বলেন, খালেক নায়েব এখানে দীর্ঘদিন ধরে আছে এবং ঘর করে রহমানের কাছে ভাড়া দিয়েছে। এবিষয় আঃ রহমান জানান, তিনি দীর্ঘদিন ধরে খালেক নায়েব কে ঘর ভাড়া প্রদান করে আসছেন। সম্প্রতি ভাড়া দিতে ব্যর্থ হলে খালেক নায়েব ঘর থেকে নেমে যেতে বলেন। তবে এঘটনায় রহমান ও রশিদ বলেন, পানি উন্নয়ন বোর্ড এখানে আমাদের থাকতে বলেছে।এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড এর উপ-সহকারী প্রকৌশলী শাহ জালাল জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না এবং কাউকে কোথাও থাকবার জন্য বলেনি।