বুধবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » অপরাধ » বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৪০ কেজি গাঁজাসহ আটক দুই
বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৪০ কেজি গাঁজাসহ আটক দুই
বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার মাদক বিরোধী অভিযানে ৪০ (চল্লিশ) কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসাহীকে আটক করেছে পুলিশ। বাগেরহাট জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খান, পিপিএম এর নির্দেশনায় মোল্লাহাট থানা এলাকায় বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করাকালে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ স্বপন কুমার রায় এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিরস্ত্র) টুটুল হোসেন, এএসআই(নিরস্ত্র) পলাশ মিত্র ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।অভিযানে মোল্লাহাট থানাধীন বোয়ালিয়া মেসার্স সাগর ফিলিং স্টেশনের সামনে গোপালগঞ্জ টু নওয়াপাড়াগামী মহাসড়কের পূর্ব পাশে পাকা রাস্তার উপর হতে ৪০ (চল্লিশ) কেজি গাঁজা সহ আসামী মোঃ আবুল হোসেন ইদু(৩২) পিতা মোঃ জয়নাল আবেদীন গ্রাম কড়ইবাগান (ড্রাইভার) ও মোঃ সাইফুল ইসলাম(২৮) পিতা-মোঃ রমজান আলী গ্রাম উদয়পাথর থানা-ভূজপুর, জেলা-চট্টগ্রাম।তাদের নিকট হতে একটি নীল হলুদ রংয়ের সিঙ্গেল কেবিন পিকআপ এর ভিতরে দুইটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতরে আকাশি রংয়ের পলিথিনের ব্যাগের মধ্যে এক কেজি করিয়া দুইটি বস্তায় মোট ৪০ (চল্লিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা ও আসামীদের মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি নীল হলুদ রংয়ের সিঙ্গেল কেবিন পিকআপ সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মোল্লাহাট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ বাগেরহাটের অভিযান অব্যাহত থাকবে।