সোমবার ● ৪ মার্চ ২০২৪
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় বাসের ধাক্কায় ভ্যান যাত্রী নিহত; আহত-২
পাইকগাছায় বাসের ধাক্কায় ভ্যান যাত্রী নিহত; আহত-২
পাইকগাছায় চলন্ত বাসের ধাক্কায় মোছাল সরদার (৫৫) নামে এক ভ্যান যাত্রী নিহত ও ভ্যান চালকসহ দুইজন আহত হয়েছেন।নিহত মোছাল লক্মীখোলার মৃতঃ মান্দার সরদারের ছেলে ও একই গ্রামের আহত দুইব্যক্তি হলো মোক্তার গাজীর ছেলে ভ্যান চালক লিটন গাজী ( ২৭) ও মৃতঃ ইন্তাজ গাজীর ছেলে ভ্যানযাত্রী লিয়াকত গাজী ( ৫২)। আহত দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে ৮ টায় লস্কর ইউপি’র শ্মরনখালীস্থ কৃষি কলেজ সংলগ্ন পাইকগাছা-কয়রার মেইন সড়কে চলন্ত বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। ঘতক বাস জব্দ করা হলেও ড্রাইভার নুহু পালাতক রয়েছে। ওসি মোঃ ওবায়দুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহতের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে লাশ মর্গে পাঠানো হয়েছে।