বৃহস্পতিবার ● ২৩ জুন ২০১৬
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় আর্ন্তজাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে প্রাণী সম্পদ দপ্তরের বিশেষ সেবা প্রদান
পাইকগাছায় আর্ন্তজাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে প্রাণী সম্পদ দপ্তরের বিশেষ সেবা প্রদান
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় আর্ন্তজাতিক পাবলিক সার্ভিস দিবস- ২০১৬ উপলক্ষে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে বিশেষ সেবা প্রদান কর্মসূচী পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিরতিহীন ভাবে গবাদি পশু, হাঁস-মুরগির টিকা, প্রাথমিক চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হয়। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে সেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, মুক্তিযোদ্ধা সুবোল চন্দ্র মন্ডল, শিক্ষক সুকুমার বিশ্বাস। উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ দপ্তরের কামরুল আবেদীন, কেএম তৈয়্যাব আলী, সুবোধ রায়, পরিমল কুমার কবিরাজ ও ফসিয়ার রহমান।