শুক্রবার ● ৮ মার্চ ২০২৪
প্রথম পাতা » সুন্দরবন » কয়রায় লোকালয়ে বনের হরিণ উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত
কয়রায় লোকালয়ে বনের হরিণ উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত
কয়রার সুন্দরবন সংলগ্ন মহেশ্বীপুর গ্রামে সুন্দরবনের একটি মায়াবী হরিণ ঢুকে পড়ে। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা বন বিভাগকে খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হরিণটি উদ্ধার করে অবশেষে সুন্দরবনে অবমুক্ত করেছে।
জানা গেছে,গতকাল শুক্রবার সকালে উপজেলার সুন্দরবন সংলগ্ন মহেশ্বরীপুর গ্রামের রাজা গাজীর মৎস্য ঘেরের রাস্তায় জালে জড়ানো একটি হরিণ দেখতে পায় সাইফুল নামের এক লোক। পরে সে বিষয়েটি স্থানীয় গ্রামবাসীকে জানায়। পরে তারা হরিণ লোকালয়ে আশার বিষয়টি পাশ্ববর্তি বানিয়াখালী স্টেশনের বনরক্ষীদের জানায়। তাৎক্ষনিক বনকর্মীরা সেখানেই উপস্থিত হয়ে স্থানীয় জনসাধারণের সহায়তায় হরিণটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করে।
বানিয়াখালী স্টেশন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম বলেন, উদ্ধারকৃত হরিণটি সুস্থ অবস্থায় উদ্ধার করে তা বনে অবমুক্ত করা হয়েছে।