রবিবার ● ১০ মার্চ ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
পাইকগাছা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
পাইকগাছা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। রোববার সকালে পাইকগাছা উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর আয়োজিত উপজেলা মিলনাতনে ” দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়াবো” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,খুলনা-৬ পাইকগাছা- কয়রার সংসদ সদদ্য মো: রশীদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিয়াবুদ্দীন ফিরোজ বুলু। স্বাগত বক্তৃতা করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ। বক্তৃতা করেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, ইউআরসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দীন, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, আওয়ামী লীগ নেতা খায়রুল ইসলাম, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মোসলেম উদ্দীন আহম্মেদ, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, পূর্ণ চন্দ্র মন্ডল, এম আ. হাসেম, সিপিপির ইলিয়াস শাহ, কবির উদ্দীন সরদার, মনা রাণী সানা, টুটুল, জেলা ছাত্রলীগের মৃণাল কান্তি বাছাড়, পরেশ মন্ডল, প্রভাষক আ. ওহাব, দ্বিজেন্দ্রনাথ মন্ডল, শ্রমিকনেতা জাহিদুল ইসলাম ও ছিদ্দিকুর রহমান, আব্দুল কুদ্দুস, সিপিপি মো. ওমর ফারুক। এসময় সাংবাদিক, এনজিও, সিপিবি’র সদস্যবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এরপূর্বে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে।