সোমবার ● ১১ মার্চ ২০২৪
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » নড়াইলে যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ফরহাদ খান, নড়াইল; নড়াইলে যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, সিভিল সার্জন অফিস ও ব্র্যাকের আয়োজনে সোমবার (১১ মার্চ) দুপুরে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন-ডাক্তার আবুল খায়ের মিরাজ।
সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম পলিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নড়াইল জেলা হাসপাতালের ত্ত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল গফফার, ব্র্যাকের যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির বিভাগীয় ম্যানেজার আসাদুজ্জামান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুব্রত কুমার, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এস এম মাসুদ, কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবদুর রশিদ, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার আলীমুজ্জামান সেতু, ডাক্তার শুভাশিস বিশ্বাস, ব্র্যাকের জেলা সমন্বয়ক মোহাম্মদ জাহিদুল ইসলাম, ব্র্যাকের যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির জেলা ব্যবস্থাপক আহসান হাবীবসহ অনেকে।