রবিবার ● ১৭ মার্চ ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
মাগুরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
মাগুরা প্রতিনিধি : মাগুরায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে গতকাল রবিবার সকাল ১০ টায় শহরের নোমানী ময়দানে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানের পক্ষে তার পিতা মাশরুর রেজা কুটিল, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ার্যান পঙ্কজ কুমার কুন্ডু, সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুস সত্তার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ,সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহম্মদ আবু নাসের বেগ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদ চেয়ার্যান পঙ্কজ কুমার কুন্ডু, সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু ও পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল প্রমুখ। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।